নামঃ কুচলিবাড়ী ইউনিয়ন
নাম করণঃ- লোক মুখে শোনা যায় যে, এই ইউনিয়নটিতে কুচলি নামে ফলের প্রচুর আবাদ ছিল ফলে ইউনিয়নটির নাম হয় কুচলিবাড়ী। আরো জানা যায় যে, ইউনিয়নটি ভারতের ওপেনচুকি কুচলিবাড়ী সীমানার পাশে এবং তৎকালীন সীমানা নির্ধারণের সময় ভারতীয় সীমানার নাম করণ স্বরুপ ইউনিয়নটির নাম হয় কুচলিবাড়ী।
সীমানাঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন পূর্বে জোংড়া ইউনিয়ন, পশ্চিমে ভারত ও দহগ্রাম ইউনিয়ন, উত্তরে পাটগ্রাম পৌরসভা ও দক্ষিনে ভারত মধ্যবর্তী স্থানে ইউনিয়নটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস