কুচলিবাড়ী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দক্ষিণ-পশ্চিম কোনে ৪নং কুচলিবাড়ী ইউনিয়নটি একটি পশ্চাৎপদ ইউনিয়ন। আয়তন প্রায় ২২.৩৩ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার প্রধান সড়ক পথ। পাটগ্রাম উপজেলা থেকে পাটগ্রাম সরকারী কলেজের পাশ দিয়ে দক্ষিণ-পশ্চিম কোণে উত্তরে সড়ক পথে এই ইউনিয়নে আসতে হয়। এছাড়াও লালমনিরহাট জেলা শহর হইতে রেল পথে স্টেশনে নেমে পাটগ্রাম সরকারী কলেজের গাঁ ঘেসে দক্ষিণ-পশ্চিম কোণ হয়ে সড়ক পথে ইউনিয়নে আসতে হয়। জেলা শহর হতে এ ইউনিয়নের দুরত্ব প্রায় ৮৫ কিঃমিঃ।